তেজগাঁও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

তেজগাঁও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত মানবিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা প্রশাসন।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে এসে এই সহায়তা দেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব, শিক্ষা্ ও আইসিটি) মমতাজ বেগম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ. কে. এম হেদায়েতুল ইসলাম ও তেজগাঁও সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে এক বস্তা চাল, শীতবস্ত, শুকনা খাবার ইত্যাদি প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা নিজেদের অসহায় ভাবার কোনো কারণ নেই। সরকার যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবসময় আন্তরিক। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় আপনাদের বিপদে পাশে আছি।

এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। যারা বিশেষ চাহিদাসম্পন্ন, তাদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনের মোল্লাবাড়ি বস্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আগুনে পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির সব টিনশেডের ঘর পুড়ে গেছে।




আপনার মূল্যবান মতামত দিন:


Top