আ.লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হলেন সুমন

আ.লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সুমন

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মো. আকিদুল ইসলাম সুমন।
মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটিতে ২১৫জনকে রাখা হয়েছে।
উক্ত কমিটিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে।

এ বিষয়ে আকিদুল ইসলাম সুমন বলেন, ধর্ম বিষয়ক উপ-কমিটিতে ঠাঁই পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সব নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে অতীতে যেভাবে মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ।
এদিকে, কুড়িগ্রাম উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আকিদুল ইসলাম সুমনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




আপনার মূল্যবান মতামত দিন:


Top