খুলনার দৌলতপুর কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না, সম্পাদক নাহিদ

খুলনার দৌলতপুর দিবা-নৈশ কলেজ শাখা ছাত্রদলের দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পদ পেয়েছেন কলেজটির শিক্ষার্থী এম. এম. মুন্না ও সাধারণ সম্পাদক পদে আছেন নাহিদ কবির।
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়। একইসাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
নতুন কমিটির বিষয়ে সভাপতি এম.এম মুন্না বলেন, আমরা নতুন দায়িত্ব পেয়েছি। আমাদের কলেজে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ইতিবাচক রাজনীতি করে যাবো।
সাধারণ সম্পাদক নাহিদ কবির বলেন, আমরা অতীতে যেমনি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সরব ছিলাম, তেমনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আগামীতেও ভূমিকা রাখবো।
আপনার মূল্যবান মতামত দিন: