365

04/26/2024 আধিপত্য দাপট দম্ভ নয়, ছাত্রলীগের শক্তি বিনয় ও ভালোবাসা : সাদ্দাম

আধিপত্য দাপট দম্ভ নয়, ছাত্রলীগের শক্তি বিনয় ও ভালোবাসা : সাদ্দাম

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৫

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। দাপট বা দম্ভ দেখানো নয়, তাদের ভালোবাসতে হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ছাত্রলীগের সভাপতি তৃণমূলের নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দেন।

সাদ্দাম বলেন, আমরা কমিটিতে আসার পর এই প্রথম কোনো জেলায় কমিটি দিতে যাচ্ছি। এর আগে ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়া হয়েছে। কিন্তু কোনো জেলায় কমিটি দেওয়া হয়নি। অনেক প্রত্যাশা নিয়ে আমরা নারায়ণগঞ্জকে বেছে নিয়েছি। এখানে সব পক্ষের বক্তব্য শুনেছি। ছাত্রলীগের কমিটি গঠনতন্ত্র অনুযায়ী হবে, কর্মীসমাবেশ কিংবা সম্মেলনের মাধ্যমে হবে। ঢাকায় বসে প্রেস রিলিজের মাধ্যমে ছাত্রলীগের কমিটি আর হবে না।

এসময় ছাত্রলীগের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে নেতাকর্মীদের প্রতি সাদ্দাম বলেন, সর্বস্তরের শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনাদের মনে রাখতে হবে আধিপত্য আমাদের শক্তি নয়, দাপট আমাদের শক্তি নয়, ক্ষমতা আমাদের শক্তি নয়, দম্ভ আমাদের শক্তি নয়। আমাদের শক্তি হচ্ছে নৈতিকতা, বিনয় ও ভালোবাসা। কেন্দ্রীয় নেতাদের মনরক্ষা করার রাজনীতি না করে সাধারণ শিক্ষার্থীদের মনরক্ষার রাজনীতি করতে হবে ছাত্রলীগের কর্মীদের। ব্যাংক ব্যালেন্স বানানো বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য নয়, কোথায় টেন্ডার হচ্ছে সেটার খবর রাখা বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য নয়। বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য আলোকিত মানুষ সৃষ্টি করা।

তিনি আরও বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার কর্মী। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা টানা তিনবার ক্ষমতায় আছি, এটি নিয়ে আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এখনো অনেক লড়াই বাকি রয়ে গেছে। আমাদের এই লড়াইয়ের শেষ দেখতে হবে। যারা জাতির জনকের হত্যাকারী, যারা দেশরত্ন শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছে তারা এখনো রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছে। খুনি ও দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতি বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না।

কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত শরীফ বিন্দু।

এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুহাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীলসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com