423

04/18/2024 কয়রায় অসহায় কৃষাণীর ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

কয়রায় অসহায় কৃষাণীর ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৩ ১৮:৩৭

কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন খুলনা জেলা কয়রা থানা ঘাটাখালী গ্রামের অসহায় কৃষাণী আছিয়া খাতুন । বিষয়টি জানতে পেরে প্রায় ১২ কাটা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বুধবার (২৬ এপ্রিল) ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সোনালী আক্তারের নেতৃত্বে নেতাকর্মীরা কৃষাণীর আছিয়া খাতুনের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ছাত্রলীগ নেতারা জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে রাজধানী ইডেন কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোনালী আক্তারের নেতৃত্বে খুলনা জেলা কয়রা থানার ঘাটাখালী গ্রামের কৃষাণী আছিয়া খাতুনের প্রায় ১২ কাটা জমির বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এতে খুশি কৃষাণী আছিয়া।

কৃষাণী আছিয়া খাতুন বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞ।

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সোনালী আক্তার বলেন, প্রতিবন্ধী ছোট বোনের দায়িত্ব নিতে নিতে বয়স ৪৫ পার হলেও বিয়ে করা হয়ে উঠেনি এই কৃষাণীর। করোনাকালীন সময়ে ও তার ধান কেটে দিয়েছি। আজ আবার তার ধান কাটতে সাহায্য করলাম।, কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে ছাত্রলীগ। আমরা সেই নির্দেশনা অনুযায়ী ধান কেটে দিয়েছি। এতে কৃষকের সম্মতি ছিল। তিনি আমাদের কাজে খুশি হয়েছেন, এতেই আমাদের তৃপ্তি।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com