426

04/19/2024 কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল জবি ছাত্রলীগ নেতা সাঈদ

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল জবি ছাত্রলীগ নেতা সাঈদ

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৩ ০৭:৩১

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে বরিশালের উজিরপুরে এক কৃষকের ধান কেটে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের এক কৃষকের কেটে বাড়ি পৌছে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী মো. সাইদুল ইসলাম সাঈদ এবং তার নিজ ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।


স্থানীয় ওই কৃষক বলেন, ‘আমার জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।’

ছাত্রলীগ কর্মী বলেন, মো. সাইদুল ইসলাম সাঈদ বলেন, ছাত্রলীগের কর্মীরা রাজপথে লড়াই করতে জানে, স্লোগানে মুখরিত করতে জানে এবং প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে জানে। প্রতিষ্ঠা থেকে দেশের যেকোনো সংকটে, সংগ্রামে, প্রয়োজনে মানুষের পাশে থাকে সর্বদা বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আজ আমাদের এ প্রয়াস।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com