434

04/20/2024 নগর গবেষণা কেন্দ্রের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

নগর গবেষণা কেন্দ্রের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

১৫ মে ২০২৩ ০৭:৪৮

প্রতি বছরের মতো এবারও সেমিনার, প্রকাশনা ও সম্মেলনের মাধ্যমে নগর গবেষণা কেন্দ্রের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘নগরায়নে বাংলাদেশ: ঢাকা মহানগরের সমাজ কাঠামো, গণপরিসর ও নগর পরিচালন’। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সুস্থ ও সুন্দর নগরী গড়ে তোলা নিয়ে বক্তৃতা করেন নগর পরিকল্পনার সাথে জড়িত বিশিষ্টজনেরা।
সভায় আজ বক্তারা বলেছেন,‘একটি সুন্দর সমৃদ্ধ রাজধানী শহর চাই। শহরটা হবে সবার বাসযোগ্য’। এমন একটি শহর যেখানে সর্বক্ষেত্রে দক্ষতা থাকবে, সৌন্দর্য থাকবে, প্রবৃদ্ধি থাকবে, সমতা থাকবে, পরিবেশ ভারসাম্য বজায় থাকবে, স্বাস্থ্যসম্মত হবে, সাংস্কৃতিক ঐতিহ্য অটুট থাকবে, গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে’।
আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে ‘নগর গবেষণা কেন্দ্রের’ ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
নগরায়নে বাংলাদেশ:ঢাকা মহানগরের সমাজ কাঠামো,গণপরিসর ও নগর পরিচালন’ শীর্ষক আলোচনা
অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগর গবেষণা কেন্দ্রে প্রতিষ্ঠাতা  এবং চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
অধিবেশন পরিচালনা করেন নগর গবেষণা কেন্দ্রের নির্বাহী সদস্য ড.কান্তি আনন্ত্য নুজহাত।
এতে বক্তৃতা করেন- নগর গবেষণা কেন্দ্রের সচিব স্থপতি সালমা এ সফি, নগর গবেষণা কেন্দ্রের নির্বাহী সদস্য অধ্যাপক কাজী মদিনা, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন।
এছাড়াও দ্বিতীয় অধিবেশন-নগর সমাজ কাঠামো: প্রসঙ্গ ঢাকা নগর শীর্ষক আলোচনা সভায় উপস্থাপনা করেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ইতিহাসবিদ(ঢাকা গবেষক) অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ।
এই অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচক হিসেবে বক্তৃতা করেন-নৃ-বিজ্ঞানী অধ্যাপক ড. এএইএম জেহাদুল করিম, সমাজ ও সাংস্কৃতিক বিশ্লেষক মফিদুল হক, অর্থনীতিবিদ ও রাজনীতিক অধ্যাপক ড. এম এম আকাশ, অর্থনীতিবিদ ও সমাজ বিশ্লেষক ড. বিনায়ক সেন, অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আব্দুল মজিদ, পপুলেশন সায়েন্স বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম,সমাজবিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদ  ড. আখতার হোসেন, অর্থনৈতিক উদ্যোগ বিশ্লেষক এমএস সিদ্দিকী, জেন্ডার ভূগোলবিদ ড. নাহিদ রেজওয়ানা, ভূগোলবিদ ও নগর দারিদ্র গবেষক সৈয়দা ইসরাত নাজিয়া প্রমুখ।
এছাড়াও বিকেলে ‘ ঢাকা নগরে গণপরিসরে নগর গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক প্রকল্প ও সমাপ্তি অধিবেশন- নগর পরিচালন:গণপরিসর, পরিবহন, পরিবেশ ও আবাসন নিয়ে আলোচনা করা হয়।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com