489

05/19/2024 গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে জীবন দেব : বাহাউদ্দিন নাছিম

গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে জীবন দেব : বাহাউদ্দিন নাছিম

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই ২০২৩ ০৭:০২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাব। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছি। যেকোনো মূল্যে গণতন্ত্রকে রক্ষা করবো, প্রয়োজনে আমরা জীবন দেব।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনি লেকের পশ্চিমপাড়ে জেলা সদর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অগ্নি-সন্ত্রাস বা বিদেশিদের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। বিএনপি-জামায়াত জানে দেশের মানুষ তাদেরকে সমর্থন করে না। সেজন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়। ওরা জানে নির্বাচনে এলে পরাজয় বরণ করবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, হাওয়া ভবনের দালালদের বলতে চাই, বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনের তোমাদের আর সুযোগ নেই। মানুষকে পুড়িয়ে মেরে সন্ত্রাসের জনপদ করতে দেওয়া হবে না। স্বৈরাচারী দুঃশাসনের এবং দুর্নীতিবাজদের কাছ থেকে বাংলাদেশ আজ মুক্ত।

মাদারীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক তাহমিনা সিদ্দিকা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আবজালুর রহমান বাবু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com