586

05/17/2024 ১০ তলা ভবনসহ ৩১ শতক সরকারি জমি উদ্ধার জেলা প্রশাসন

১০ তলা ভবনসহ ৩১ শতক সরকারি জমি উদ্ধার জেলা প্রশাসন

শাহ আলম,জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৩ ১৮:৩৪

ঢাকার ডেমরাতে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ১০ তলা ভবনসহ ৩১ শতক সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিনিয়র সহকারী কমিশনার ফারজানা আক্তার অভিযান পরিচালনা করে ডেমরা থানার ডগার মৌজায় অবৈধভাবে নির্মিত ১০ তলা ভবনসহ ৩১ শতক জমি উদ্ধার করেন।

এসময় জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার, তহসিলদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জেলা প্রশাসন ঢাকার চলমান ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ডেমরায় অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সরকারি সব জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com