642

01/23/2026 ওএমএস পণ্য জালিয়াতিতে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড

ওএমএস পণ্য জালিয়াতিতে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

১৩ মার্চ ২০২৫ ২৩:৪৮

খাদ্য অধিদপ্তরের ট্রাক সেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্টের আইনে এ শাস্তি দেন।

জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) ঢাকায় মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এ সময় ৫ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি করা এবং মাস্টার রোলের হিসেবের সঙ্গে স্টকের গরমিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে হাতেনাতে ধরেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত মো. ফারুক হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত তিনদিনের বিনাশ্রমে দণ্ডিত করে আসামিকে জেল হাজতে পাঠান। এ ছাড়া অবিক্রীত চাল, আটার জব্দ তালিকা তৈরি করে খাদ্য উপপরিদর্শকের জিম্মায় রাখা হয়।

 

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com