656

07/07/2025 আলোর দিশারীর ৫ম উপবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর

আলোর দিশারীর ৫ম উপবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই ২০২৫ ২০:১৫

দক্ষিণ তারাবুনিয়ায় আলোর দিশারীর ছাত্রকল্যাণ সংগঠনের ৫ম উপবৃত্তি পরীক্ষা ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে

দক্ষিণ তারাবুনিয়া, শরীয়তপুর:
আসন্ন ৪ই অক্টোবর ২০২৫, শনিবার দক্ষিণ তারাবুনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠনের ৫ম উপবৃত্তি পরীক্ষা। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে দক্ষিণ ও উত্তর তারাবুনিয়ার শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিবছর তারা আয়োজন করে উপবৃত্তি পরীক্ষা, যার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করে বাছাই করা হয় যোগ্যদের মধ্যে বৃত্তি প্রদান।

এবারের পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—এই উপবৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর প্রতিযোগিতার পরিবেশ তৈরি, মেধা উন্নয়ন এবং গ্রামীণ শিক্ষার মানোন্নয়ন।

আবেদন সংক্রান্ত বিষয়:
ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠয় থেকে আবেদন ফরম সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে পারবে।

সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন জানান—

“আমাদের লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করা। এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে কিছু চমকপ্রদ পুরস্কার এবং সম্মাননা।”

উল্লেখ্য, ‘আলোর দিশারী ছাত্রকল্যাণ সংগঠন’ সম্পূর্ণ শিক্ষার্থী পরিচালিত একটি সমাজসেবামূলক সংগঠন, যারা মূলত শিক্ষা, মানবিক সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com