663

01/12/2026 জবির পরিত্যক্ত ডাস্টবিন সংস্কার করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

জবির পরিত্যক্ত ডাস্টবিন সংস্কার করলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক

১ আগস্ট ২০২৫ ১৪:৪২

দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডাস্টবিনগুলো নিজ উদ্যোগে পরিস্কার এবং সংস্কার করছেন মো: শাহরিয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সংস্কার সরঞ্জাম দিয়ে কাজ সম্পন্ন করেন তিনি। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মোঃ শাহরিয়ার হোসেন বলেন, ‘ ডাস্টবিন গুলো দীর্ঘ যাবত নস্ট হয়ে থাকায় শিক্ষার্থীরা যেখানে সেখানে ময়লা ফেলতেছিলো। যাহ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নস্টের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছিল। ক্যাম্পাসের সৌন্দর্য ও শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই ডাস্টবিনগুলো মেরামতের সিধান্ত নিয়েছি।পাশাপাশি ময়লার স্তুপে পরিনত হওয়া ডাস্টবিনগুলো পরিস্কার করেছি যাতে শিক্ষার্থীরা এগুলো ব্যবহার করতে পারে।’

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যম্পাসের দিকে খেয়াল রাখাও আমাদের দায়িত্বের অংশ।’

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটা উপভোগ করে। একটু বেশি স্বস্তি অনুভব করেন। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ করা।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com