672

09/04/2025 হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জনি

হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জনি

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫ ২৩:২৮

আসন্ন হল সংসদ নির্বাচনে হাজী মুহম্মদ মুহসীন হলে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আহমেদ হোসেন জনি। শেরপুর জেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া গ্রামের এই তরুণ বর্তমানে শেরপুর জেলা ছাত্র সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব আন্দোলন, গণতান্ত্রিক চর্চা এবং ছাত্রকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে জনি শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয়।

 

আহমেদ হোসেন জনি বলেন, শিক্ষার্থীরা এখন নির্দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে আগ্রহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করার তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং তাদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে তিনি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। এর মধ্যে রয়েছে হলে দখলদারিত্বমুক্ত পরিবেশ ও 'এক শিক্ষার্থী এক সিট' ব্যবস্থা নিশ্চিত করা, ন্যায্যমূল্যে মানসম্মত খাবার সরবরাহ, এবং সুষ্ঠু পড়াশোনার পরিবেশ তৈরি করা।

 

এছাড়াও, তিনি মশা ও ছারপোকামুক্ত হল, মননশীল সাহিত্য ও দেশীয় সংস্কৃতির বিকাশ, নতুন ভবন তৈরির কাজ দ্রুত সম্পন্ন করা, একটি কম্পিউটার ল্যাব স্থাপন, রিডিং রুম আধুনিকীকরণ এবং হলের সার্বিক সেবার মান উন্নয়নের মতো বিষয়গুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। 

 

জনির প্রত্যাশা, শিক্ষার্থীরা তার প্রতি আস্থা রেখে তাকে বিজয়ী করবেন, যাতে তিনি তাদের জন্য কাজ করতে পারেন।

সম্পাদক:
যোগাযোগ: ৩২/২, প্রিতম জামান টাওয়ার, (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা - ১০০০
মোবাইল: +৮৮ ০১৭৮৭ ৩১৫ ৯১৬
ইমেইল: infobanglareport@gmail.com