সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে জনশক্তিগত ঐক্য

গ্রাফিক্স- বাংলা রিপোর্ট

জবাবদিহিতা সৃষ্টি করা প্রত্যেক ক্ষেত্রে অনেক গুরুত্বপুর্ন। বর্তমান কালের সময়ে দাঁড়িয়ে জবাবদিহিতার গুরুত্ব এদেশের মানুষ সবথেকে ভালো বুঝবেন।কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে,সম্পর্কে এবং শাসন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করা হয় না বললেই সমীচীন হবে। ফলাফলস্বরূপ তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, জনমনে অস্বস্তি ,মানবিক অবক্ষয় এবং দেশের আর্থ সামাজিক ক্ষতি। শুধু তাই নয় জবাবদিহিতার জায়গা যেনো তৈরি না হয় এজন্য নেপথ্যে কাজ করতে থাকেন স্বার্থলোভী মানুষ। আশে পাশে তাকালে এরকম উদাহরণ খুঁজে নিতে বেগ পেতে হয় না।

জবাবদিহিতার জায়গার অভাবে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ তাদের মন মতন কাজ করে থাকেন,হোক সেটা ভুল কিংবা সঠিক। এর ফলাফল ভোগ করেন সাধারণ মানুষ।
দুঃখের বিষয় হচ্ছে জবাবদিহিতার অভাবে ভোগান্তিতে পড়েন যেসব সাধারণ মানুষ, তারাই এই জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোনো পদক্ষেপ নিতে চান না।অথচ এটি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল স্তরে সুশাসন, স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল ভিত্তি।
দায়িত্বে থাকা ব্যক্তিরা এর অভাবে সুযোগ পেয়ে বসেন এবং তারা তখন তাদের স্বার্থান্বেষী কাজে লিপ্ত হয়ে পড়েন।বিশ্বে অনেক বড় বড় বিপর্যয় হয়েছে কেবল এই জবাবদিহিতার অভাবে। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট এবং ফুকুশিমার পারমাণবিক বিপর্যয় যার মধ্যে অন্যতম।

তাই এটা বলার অপেক্ষা রাখে না যে জবাবদিহিতার জায়গা তৈরি করা কতটা জরুরি। প্রশ্ন হচ্ছে কিভাবে এই জবাবদিহিতার জায়গা তৈরি করা যায় ?
জবাবদিহিতার জায়গা তৈরি করার একমাত্র উপায় হচ্ছে জনশক্তিগত ঐক্য।প্রথমত, মানুষকে বুঝতে হবে যে তাদের অধিকার আছে এবং দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে জবাবদিহিতা চাওয়া তাদের নাগরিক কর্তব্য। দ্বিতীয়ত, আইনের শাসন জোরদার করতে হবে। শক্তিশালী ও স্বাধীন বিচারব্যবস্থা, সক্রিয় সিভিল সোসাইটি এবং স্বাধীন মিডিয়া জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। তৃতীয়ত, শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও নাগরিক দায়িত্ববোধের শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে পারে।

জবাবদিহিতা কোনো বিলাসিতা নয়, এটি একটি সুস্থ সমাজের অপরিহার্য স্তম্ভ। প্রতিটি নাগরিক যদি নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করেন এবং অন্যদেরও দায়িত্ববান হতে উদ্বুদ্ধ করেন, তবে ধীরে ধীরে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। এতে করে দেশের শাসনব্যবস্থা, প্রশাসন, শিক্ষা ও সামাজিক সম্পর্কসব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে, যা দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির পথে।

মাহতাবুল ইসলাম প্রান্ত

শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 




আপনার মূল্যবান মতামত দিন:


Top