স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেখ কামাল
ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়া ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ প্রজন্মের ছাত্র-ছাত্রীরা আমাদের চেয়ে বেশি সৌভাগ্যবান তারা শেখ কামাল তথা মুক্তিযুদ্ধের সঠিক তথ্য জানতে পারছেন। আমাদের সময় এ সুযোগ ছিল না।
শনিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিয়াম ফাউন্ডেশন, ইস্কাটন মিলনায়তনে জেলা প্রশাসন, ঢাকার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রসাশক এসব কথা বলেন।
জেলা প্রসাশক আরও বলেন, ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি শেখ কামাল এ দেশের মানুষের সাংস্কৃতিক ও সৃজনশীল মনন প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, স্বাধীনতাবিরোধী পুরোনো শকুনরা আবার স্বাধীনতা সার্বভৌমত্বকে কামড়ে ধরতে চাচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), ঢাকা কাজী হাফিজুল আমিন। ঢাকার সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদসহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, জেলার অন্যান্য দপ্তরের দপ্তর প্রধান, ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: