আশুলিয়ায় ৪ কোটি টাকার খাস জমি উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলাধীন বড় রাঙামাটি মৌজার বেদখল হওয়া আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারী সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮মে) আশুলিয়ার রাঙামাটি মৌজায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় জমিতে সরকারি সাইনবোর্ড লাগিয়ে অবৈধ দখলদারদের সতর্ক করা হয়।
আশরাফুর রহমান সোহাগ বলেন, আশুলিয়া রাজস্ব সার্কেলাধীন বড় রাঙ্গামাটিয়া মৌজার সি এস, এস এ ০১নং দাগ হতে সৃষ্ট বি আর এস দাগ নং ৭৭ ও ৭৮ এ জমির পরিমাণ ২৯.৬৮ শতাংশ যাহা সি এস, এস এ, আর এস, বি আর এস চারটি রেকর্ডেই ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমি। উদ্ধারকৃত জমিতে জেলা প্রশাসক স্যার এর নামে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছ। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা
আপনার মূল্যবান মতামত দিন: