খুলনা আঞ্চলিক শাখার
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কমিটি ঘোষণা
সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের খুলনা আঞ্চলিক শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি শাহরিয়ার সোলায়মান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৭ এপ্রিল) খুলনা সোনালী ব্যাংকের আঞ্চলিক শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলাউদ্দিন তুষার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেনিন।
গত বছর জুন মাসের ১৬ তারিখে এ কমিটির অনুমোদন দেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল ও সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ শিমুল।
আপনার মূল্যবান মতামত দিন: