শিবচরে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ০৬:৩০
মাদারীপুরে শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৪৫০ রোগী বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন শনিবার (২৬ আগস্ট) এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এই দিন উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের নূর-ই-আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে উত্তর বহেরাতলা ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও চক্ষু পরীক্ষা করানো হয়। এছাড়া স্থানীয় পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে গ্লোকুমিটার বিতরণ করা হয়।
এর আগে পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেন শিবচর ডায়াবেটিস সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী।
এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নে সাতটি ক্যাম্পেইন এর মাধ্যমে প্রায় দুই হাজার ৯৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হলো।
আপনার মূল্যবান মতামত দিন: