খুলনায় বিআরপির বিশেষ আলোচনা সভা: রাজনীতিতে গুণগত পরিবর্তনের ডাক

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে খুলনায় বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) বিকেলে নগরীর দৌলতপুর দেয় এভার জুট মিল কর্পোরেশন অডিটোরিয়ামে খুলনা জেলা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানা এবং মহাসচিব মোঃ তৌহিদুল ইসলাম।
তারা তাদের বক্তব্যে পার্টির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তারা বলেন, বিআরপি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা মাঠে থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির খুলনা জেলার আহ্বায়ক সৈয়দ ওয়াসিম রেজা এবং কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ মোঃ সজিব খান।
খুলনা জেলা কমিটি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান শিপন এবং সঞ্চালনা করেন খুলনা মহানগর কমিটির সহকারী দপ্তর সম্পাদক এমডি হাসিম রেজা।
বক্তারা বলেন, প্রচলিত রাজনীতির ধারার বাইরে এসে একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি কাজ করে যাবে। তারা খুলনা অঞ্চলে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের কাছে পার্টির বার্তা পৌঁছে দিতে সকল স্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।
সভায় খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) ২০২৪ সালের ১৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: